৯ জুন জাতীয় সংসদে বাজেটে সরকারি কর্মীদের বেতন-ভাতা বাবদ ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।






 তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগামী বাজেটে জনগণের ওপর নতুন করে কোনো করের বোঝা চাপানো হবে না। আগামী বাজেট হবে সাধারণ মানুষের মঙ্গলের বাজেট। এদিকে, নতুন বাজেটেও সরকারি কর্মীদের বেতন-ভাতা বাবদ ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে বেতন-ভাতায় সরকারের ব্যয় ছিল ২৮ হাজার ৮২০ কোটি টাকা, চলতি বাজেটে সেটি বেড়ে দাঁড়ায় ৬৯ হাজার ১৪৬ কোটি টাকা। আগামী বাজেটে এই খাতে বরাদ্দ আরো বাড়িয়ে ৭৬ হাজার ৪১২ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। এই বৃদ্ধি ৮.৭২ শতাংশের বেশি।

এদিকে, বাজেটে দেশের অর্থনীতিকে চাঙা রাখতে যা যা প্রয়োজন সেসব উদ্যোগ নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।

নতুন বাজেট কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এ বছরের বাজেট অন্যান্য বছরের মতো না। এবার আরো ট্রান্সপারেন্ট উপায়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে। বাজেট কত হবে খাতওয়ারি বরাদ্দ, কত হবে এসব নিউজ পত্রপত্রিকায় আসতে শুরু করেছে। এবার ইনশাআল্লাহ জুন মাসের ৯ তারিখে বাজেট উত্থাপন করা হবে।

তিনি আরো বলেন, দেশের জনগণের কষ্ট বা ভোগান্তি যাতে করে না বাড়ে এবং তাদের ওপরে যেন বোঝা বেশি না বাড়ে সেগুলোর জন্য আমরা কাজ করছি। আশা করছি এগুলো কমবেশি বিবেচনায় নেব।বিশ্ব অর্থনীতিতে মন্দা আশঙ্কা করা হচ্ছে; এ অবস্থায় আমদানিতে নিরুৎসাহিত করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের রপ্তানির পাশাপাশি আমদানিও বাড়ছে। এটা বন্ধ করা যাবে না। তবে প্রয়োজনীয় পণ্য আমদানি নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই।  মেশিনারিজ, শিল্পে ব্যবহার্য কাঁচামাল, নিত্যপ্রয়োজনীয় পণ্য এগুলোর আমদানি অব্যাহত থাকবে। তবে অপ্রয়োজনীয় এবং বিলাস পণ্য আমদানির ওপর কড়াকড়ি আরোপ করা হতে পারে।

গতবছর ৩ জুন জাতীয় সংসদে চলতি ২০২১-২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী কামাল। আগামী ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটের আকার মোটামুটি ৬ লাখ ৮০ হাজার কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।

অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নের প্রক্রিয়া চলমান রয়েছে। এখনো কোন কিছু চূড়ান্ত হয়নি। রাজস্ব আদায় ও বাজেট বাস্তবায়নে সম্পদ আহরণ কিভাবে হবে সে নিয়ে অর্থ বিভাগ, এনবিআরসহ সরকারি সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সাথে ইতোমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আরো সভা হবে সেখানে এসব বিষয় নিয়ে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।


SHARE THIS

Author:

Previous Post
Next Post