পল্লী সঞ্চয় ব্যাংক, পাবনা জেলার বেড়া শাখার সকল সদস্য ও অন্যান্য ব্যক্তির জন্য সুখবরঃ

 








পল্লী সঞ্চয় ব্যাংক, বেড়া , শাখার সকল সদস্য ও ব্যাক্তিগত ক্ষুদ্র সঞ্চয়ে আগ্রহী ব্যাক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র শাখায়

" পিএসবি মাসিক সঞ্চয় স্কীম (ডিপিএস)"
চালু করা হয়েছে।
যথাক্রমে - ১০০/-,২০০/-,৩০০/-,৪০০/-,৫০০/-,১০০০/-,১৫০০/-, ২০০০/-,২৫০০/-,৩০০০/-
মেয়াদ ৩ বছর,৫ বছর,১০ বছর,
মেয়াদান্তে ৭% মুনাফা সহকারে।
এছাড়া ও বিশেষ সুবিধা হল সঞ্চয়ী হিসাব খুলে, এই হিসাব থেকে টাকা জমা করা যায়। যার জন্য কোন চার্জ কাটা হয় না। এই সুবিধা অন্য সকল ব্যাংকে পাওয়া যায় না।
যোগাযোগঃ
ব্রাঞ্চ ম্যানেজার
পল্লী সঞ্চয় ব্যাংক
বেড়া শাখা , পাবনা


ও প্রতিটি ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট মাঠসহকারী,

SHARE THIS

Author:

Previous Post
Next Post