পদত্যাগের ঘোষণা দিতে পারেন ইমরান খান আজ
ইমরান খানের জাতির উদ্দেশে ভাষণের খবর প্রকাশ করে বলছে, তার এ ভাষণে পদত্যাগের ঘোষণা আসতে পারে।পাকিস্তানের তথ্য এবং সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি করেছেন: প্রধানমন্ত্রী ইমরান খান একজন খেলোয়াড়। যিনি ম্যাচের শেষ বল পর্যন্ত আপ্রাণ লড়াই করেন। ম্যাচের মধ্যেই হাল ছেড়ে দেন না। তাই পদত্যাগ করার কোনও প্রশ্নই ওঠে না। একটি ম্যাচ হবে। বন্ধু ও শত্রু-সবাই সেটা দেখবে।শেষ বল পর্যন্ত খেলার আশ্বাস দিলেও ইমরানের জন্য ম্যাচ যথেষ্ট কঠিন হয়ে উঠেছে। গত সোমবার সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন বিরোধী দলনেতা শেহবাজ শরিফ। জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী, মোট সংসদের ২০ শতাংশের ভোট পেলে অনাস্থা প্রস্তাব পেশ করার প্রস্তাব গৃহীত হয়। অর্থাৎ প্রস্তাবের পক্ষে ৬৮ টি ভোটের দরকার ছিল। সেই প্রয়োজনীয় সংখ্যার থেকে ১০০’র বেশি ভোট পড়ে। ডেপুটি স্পিকার জানান, প্রস্তাব পেশের পক্ষে ভোট দেন ১৬১ জন সাংসদ।৩৪২ আসন বিশিষ্ট জাতীয় সংসদে সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৭২ আসন। খাতাকলমে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সদস্য সংখ্যা ১৫৫। মুত্তাহিদা কউমি মুভমেন্ট, পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ, বালোচিস্তান আওয়ামি পার্টি এবং গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যদের মিলিয়ে জোট সরকারের মোট সদস্য সংখ্যা ছিল ১৭৯। তারইমধ্যে ২০ জনেরও বেশি সাংসদ দল বদল করেছেন। মুত্তাহিদা কউমি মুভমেন্ট ইমরানের সরকার থেকে সমর্থন তুলে নিয়েছে। সেই পরিস্থিতিতে রীতিমতো চাপে পড়ে গিয়েছেন ইমরান।