গোপনে মেয়েদের ছবি তোলায় গণপিটুনি

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গোপনে মেয়েদের ছবি তোলার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগত রাজ্জাক নামের একজনকে আটক করে গণপিটুনি দিয়েছেন। পরে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বুধবার (৩০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছবি তোলার সময় ধরা পড়েন ওই ব্যক্তি। অভিযুক্ত রাজ্জাকের বাড়ি পাবনা জেলায়।

বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ জানান, এক ভাইয়্যা ও আপু টিএসসির ডাস চত্ত্বরে বসে আড্ডা দেয়ার সময় এই ব্যক্তি আপুর ছবি তোলেন। ছবি তোলার সময় বসে থাকা ভাইয়্যা সেটি দেখে রাজ্জাককে ধরে ফেলেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে শাহবাগ থানায় সোপর্দ করেন।জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪ দিন যাবত ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন রাজ্জাকের ভাগিনা। এরই ফাঁকে গত দুই দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে নিজের স্মার্টফোনে গোপনে মেয়েদের ছবি তুলে বেড়ান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি তার ফোনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় মেয়েদের প্রায় ১০০০ টি ছবি তুলেছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, অভিযুক্ত রাজ্জাক শাহবাগ থানায় আমাদের হেফাজতে আছে। তার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা নেয়া হবে।


SHARE THIS

Author:

Previous Post
Next Post