আইপিএলে লখনউ সুপার জায়েন্টসের হয়ে গলা ফাটাতে এসেছিলেন কে এল রাহুলের বান্ধবী আথিয়া এবং হবু শ্বশুর সুনীল শেট্টি তাঁদের সামনে প্রথম বলেই বোল্ড হয়ে যান রাহুল।মাঠে এসেছিলেন বান্ধবী আথিয়া এবং হবু শ্বশুর সুনীল শেট্টি। তাঁদের সামনেই প্রথম বলে বোল্ড হয়ে যান লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল।আইপিএলের ‘সুপার সানডে’-তে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছ’উইকেটে ১৬৫ রান তোলে রাজস্থান রয়্যালস।শেষমুহূর্তে বল সুইং করে। তা সামলাতে পারেননি রাহুল। লেগসাইডে খেলার চেষ্টা করলেও ব্যাট এবং প্যাডের মধ্যে দিয়ে স্টাম্পে আছড়ে পড়ে বল।রাহুল আউট হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা শুরু হয়।এক নেটিজেন বলেন, ‘আথিয়া এবং সুনীল শেট্টি – দু’জনেই রাহুলকে দেখতে এলেন।আর ভাই, শূন্য রানেই আউট হয়ে গেলেন।’একইসুরে অপর এক নেটিজেন লেখেন, ‘আথিয়া শেট্টির সামনে মান-মর্যাদা ডুবিয়ে দিলেন। শ্বশুর সুনীল শেট্টি নতুন জামাই খুঁজতে বেরিয়ে গিয়েছেন।’ অপর একজন ছবি পোস্ট করে লেখেন, ‘আথিয়াকে সুুনীল শেট্টি বলছেন, এই তোমার বয়ফ্রেন্ড?’