বড় ব্যবধানের হারটা ২৭ রানে তিন উইকেট খুইয়ে বিপদের গন্ধ পাচ্ছিল বাংলাদেশ। তবে আজ চতুর্থ দিনে ব্যাটারদের আত্মাহুতির মিছিলে আরও ত্বরান্বিত হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।https://bdallnewstv24.blogspot.com/
৩ উইকেটে ২৭ রানে আগের দিন শেষ করা বাংলাদেশ আজ ৮০ রান তুলতেই অলআউট হয়েছে। তাতে রেকর্ড ৩৩২ রানের হার, আর সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশই সঙ্গী হচ্ছে মুমিনুল হকদের। লজ্জাজনক হারের কারণ বর্ননায় ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে টাইগার টেস্ট অধিনায়ক মমিনুল হক বলেন, ‘এই সিরিজে দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। তরুণ দল হিসেবে দক্ষিণ আফ্রিকা ভালো খেলেছে।টেস্ট সিরিজে বাজে পারফর্ম করলেও দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জয়কেই ইতিবাচক দিক হিসেবে নিচ্ছেন অধিনায়ক মমিনুল।