রেস্টুরেন্ট ব্যস্ত মাহিয়া মাহি

 



গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে ‘ফারিশতা’ নামে একটি রেস্টুরেন্ট খুলছেন তিনি।রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।এখনও চালু না হলেও রেস্টুরেন্টের সামনেই চলছে ইফতারি বিক্রি। রোজার দ্বিতীয় দিনে সেখানে উপস্থিত ছিলেন মাহি। রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে ‘ফারিশতা’ নামে একটি রেস্টুরেন্ট খুলছেন তিনি। সেটি এখনও চালু না হলেও রেস্টুরেন্টের সামনেই চলছে ইফতারি বিক্রি। রোজার দ্বিতীয় দিনে সেখানে উপস্থিত ছিলেন মাহি। এ সময় ফেসবুক লাইভে আসেন নায়িকা।তিনি বলেন, ‘খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির মাহি জানান, রেস্টুরেন্টের ইনটেরিয়রের কাজ চলছে গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে। গণমাধ্যমকে আগেই জানিয়েছেন, তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবারের পাশাপাশি রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।মাহি জানিয়েছেন, রেস্তোরাঁর কাজ সম্পূর্ণ শেষ না হলেও প্রাথমিকভাবে শুরু হয়েছে ইফতারি বিক্রি। সোমবার (৪ এপ্রিল) সেখানে উপস্থিত হয়ে তদারকি করেন এই ঢাকাই ছবির এই অগ্নিকন্যা। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার ও রেস্তোরাঁর পুরো টিম।


SHARE THIS

Author:

Previous Post
Next Post