Featured Posts

Featured Video

https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiP2CCHnd75leCWBYULY1Hm4Scu397zn2KWq-qa8TAWa5JyKyfcNnyHH2k5YMijahBb8jA1kvZQA0P8B4KotIEM0ITgpdr7aM0GddA0CvOBYqP_2jMM1Fy092gzzmSWieNNEHpgNDW5xwHGKz7aGRfEIIyaM4VDRAL7DUq6F2J41dySDzm3_tve-zNq=s320
StanbyME 27" Rollable Smart Touch Screen with 3hr Battery

StanbyME 27" Rollable Smart Touch Screen with 3hr Battery




<<<<<CLICK HERE>>>>>>>

Get the new StanbyME 27" Rollable Smart Touch Screen with 3hr Battery

  • Screen Size: 27 Inches
  • Display Resolution: Maximum 1920 x 1080 Pixels
  • Brand: LG
  • Special Feature: LCD Display; FHD 1080p; Touch Screen; AI Sound; Active HDR; Magic Explorer; Home Dashboard; Room to Room ShareLCD Display; FHD 1080p; Touch Screen; AI Sound; Active HDR; Magic Explorer; Home Dashboard; Room to Room Share
  • Refresh Rate: 60 Hz

  • StanbyME 27" Rollable Smart Touch Screen with 3hr Battery 


  • The StanbyME 27" Rollable Smart Touch Screen offers unparalleled portability with its rollable design, providing a convenient and space-saving solution. With a vibrant touch-sensitive display, this innovative device is equipped with a 3-hour battery life, ensuring seamless interaction and productivity on the go. Experience cutting-edge technology in a compact and versatile package.Introducing the StanbyME 27" Rollable Smart Touch Screen with 3hr Battery

পল্লী সঞ্চয় ব্যাংক, পাবনা জেলার বেড়া শাখার সকল সদস্য ও অন্যান্য ব্যক্তির জন্য  সুখবরঃ

পল্লী সঞ্চয় ব্যাংক, পাবনা জেলার বেড়া শাখার সকল সদস্য ও অন্যান্য ব্যক্তির জন্য সুখবরঃ

 








পল্লী সঞ্চয় ব্যাংক, বেড়া , শাখার সকল সদস্য ও ব্যাক্তিগত ক্ষুদ্র সঞ্চয়ে আগ্রহী ব্যাক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র শাখায়

" পিএসবি মাসিক সঞ্চয় স্কীম (ডিপিএস)"
চালু করা হয়েছে।
যথাক্রমে - ১০০/-,২০০/-,৩০০/-,৪০০/-,৫০০/-,১০০০/-,১৫০০/-, ২০০০/-,২৫০০/-,৩০০০/-
মেয়াদ ৩ বছর,৫ বছর,১০ বছর,
মেয়াদান্তে ৭% মুনাফা সহকারে।
এছাড়া ও বিশেষ সুবিধা হল সঞ্চয়ী হিসাব খুলে, এই হিসাব থেকে টাকা জমা করা যায়। যার জন্য কোন চার্জ কাটা হয় না। এই সুবিধা অন্য সকল ব্যাংকে পাওয়া যায় না।
যোগাযোগঃ
ব্রাঞ্চ ম্যানেজার
পল্লী সঞ্চয় ব্যাংক
বেড়া শাখা , পাবনা


ও প্রতিটি ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট মাঠসহকারী,
Tommy Hilfiger Boys' Short Sleeve Tommy Flag T-Shirt

Tommy Hilfiger Boys' Short Sleeve Tommy Flag T-Shirt







  • 100% Cotton
  • Imported
  • Pull On closure
  • Machine Wash

  • AN EVERYDAY STAPLE: Featuring a stylish crew neckline, this short sleeve t-shirt is a go-to for anything from casual school days to active days spent playing baseball or football. Paired with his favorite shorts, this will quickly become a favorite top for your boy.
  • PREMIUM QUALITY: We use high-quality materials in all our clothing to ensure maximum comfort, longevity and lasting power. Always a soft and comfortable fit.
  • THE PERFECT GIFT: A great item for gifting!
  • TOMMY HILFIGER: As one of the world’s most recognized premium designer lifestyle brands and internationally recognized for celebrating the essence of classic American cool style featuring preppy with a twist, Tommy Hilfiger is focused on designing and marketing high quality apparel and is dedicated to the living spirit of the American dream.

 

৯ জুন জাতীয় সংসদে বাজেটে সরকারি কর্মীদের বেতন-ভাতা বাবদ ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

৯ জুন জাতীয় সংসদে বাজেটে সরকারি কর্মীদের বেতন-ভাতা বাবদ ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।






 তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগামী বাজেটে জনগণের ওপর নতুন করে কোনো করের বোঝা চাপানো হবে না। আগামী বাজেট হবে সাধারণ মানুষের মঙ্গলের বাজেট। এদিকে, নতুন বাজেটেও সরকারি কর্মীদের বেতন-ভাতা বাবদ ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে বেতন-ভাতায় সরকারের ব্যয় ছিল ২৮ হাজার ৮২০ কোটি টাকা, চলতি বাজেটে সেটি বেড়ে দাঁড়ায় ৬৯ হাজার ১৪৬ কোটি টাকা। আগামী বাজেটে এই খাতে বরাদ্দ আরো বাড়িয়ে ৭৬ হাজার ৪১২ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। এই বৃদ্ধি ৮.৭২ শতাংশের বেশি।

এদিকে, বাজেটে দেশের অর্থনীতিকে চাঙা রাখতে যা যা প্রয়োজন সেসব উদ্যোগ নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।

নতুন বাজেট কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এ বছরের বাজেট অন্যান্য বছরের মতো না। এবার আরো ট্রান্সপারেন্ট উপায়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে। বাজেট কত হবে খাতওয়ারি বরাদ্দ, কত হবে এসব নিউজ পত্রপত্রিকায় আসতে শুরু করেছে। এবার ইনশাআল্লাহ জুন মাসের ৯ তারিখে বাজেট উত্থাপন করা হবে।

তিনি আরো বলেন, দেশের জনগণের কষ্ট বা ভোগান্তি যাতে করে না বাড়ে এবং তাদের ওপরে যেন বোঝা বেশি না বাড়ে সেগুলোর জন্য আমরা কাজ করছি। আশা করছি এগুলো কমবেশি বিবেচনায় নেব।বিশ্ব অর্থনীতিতে মন্দা আশঙ্কা করা হচ্ছে; এ অবস্থায় আমদানিতে নিরুৎসাহিত করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের রপ্তানির পাশাপাশি আমদানিও বাড়ছে। এটা বন্ধ করা যাবে না। তবে প্রয়োজনীয় পণ্য আমদানি নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই।  মেশিনারিজ, শিল্পে ব্যবহার্য কাঁচামাল, নিত্যপ্রয়োজনীয় পণ্য এগুলোর আমদানি অব্যাহত থাকবে। তবে অপ্রয়োজনীয় এবং বিলাস পণ্য আমদানির ওপর কড়াকড়ি আরোপ করা হতে পারে।

গতবছর ৩ জুন জাতীয় সংসদে চলতি ২০২১-২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী কামাল। আগামী ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটের আকার মোটামুটি ৬ লাখ ৮০ হাজার কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।

অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নের প্রক্রিয়া চলমান রয়েছে। এখনো কোন কিছু চূড়ান্ত হয়নি। রাজস্ব আদায় ও বাজেট বাস্তবায়নে সম্পদ আহরণ কিভাবে হবে সে নিয়ে অর্থ বিভাগ, এনবিআরসহ সরকারি সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সাথে ইতোমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আরো সভা হবে সেখানে এসব বিষয় নিয়ে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

পল্লী সঞ্চয় ব্যাঙ্ক প্রান্তিক লোকদের আয় তৈরিতে সাহায্য করে

পল্লী সঞ্চয় ব্যাঙ্ক প্রান্তিক লোকদের আয় তৈরিতে সাহায্য করে


 আল আমিন:

পল্লী সঞ্চয় ব্যাংক (PSB), একটি বিশেষায়িত নন-শিডিউল ব্যাংক, দেশের গ্রামীণ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে।

দ্য নিউ নেশনকে নিয়ে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান বলেছেন, পিএসবি, যারা সুবিধাবঞ্চিত ব্যক্তিদের, বিশেষ করে নারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক আর্থিক পরিষেবার আওতায় আনার উপর দৃষ্টি নিবদ্ধ করে, 2014 সালে প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ দরিদ্রদের জন্য জামানত-মুক্ত ঋণ অনুমোদন করে আসছে।

অন্যান্য অনেক ব্যাঙ্কের মত নয়, পিএসবি সুবিধাবঞ্চিত লোকদের আয় তৈরি করতে এবং সঞ্চয় তৈরিতে উৎসাহিত করে এবং সাহায্য করে এবং শেষ পর্যন্ত তাদের সঞ্চয়গুলি তার ঘূর্ণায়মান ক্রেডিট স্কিমের অধীনে আরও ঋণ প্রদানে ব্যবহার করে, তিনি বলেন।

ব্যাংকের এমডি বলেন, পিএসবি শুধুমাত্র ব্যাংকের উদ্যোগে গঠিত গ্রাম উন্নয়ন সমিতির (ভিডিএ) সদস্যদের আর্থিক ও ব্যাংকিং সহায়তা দেয়, যারা 'আমার বাড়ি আমার খামার' প্রকল্পের অধীনে আয়বর্ধক কার্যক্রম করতে চায়।

তিনি বলেন, গরু মোটাতাজাকরণ, দুধের গরু লালন-পালন, কৃষি-শিল্প সরঞ্জাম ও খুচরা যন্ত্রাংশ তৈরি, সবজি ও মসলা উৎপাদন এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, মৎস্য ও নার্সারি প্রতিষ্ঠার জন্য ঋণ দেওয়া হয়।

PSB এর ঋণের পরিমাণ ঋণগ্রহীতাদের বিনিয়োগ পরিকল্পনার উপর নির্ভর করে। তবে ব্যাংকের তথ্য অনুযায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা, মাঝারি উদ্যোক্তা ৫০ হাজার থেকে ৩ লাখ টাকার বেশি এবং বিশেষ উদ্যোক্তা তিন লাখ থেকে এক লাখ টাকার বেশি ঋণ পেতে পারেন।

প্রায় এক কোটি দরিদ্র মানুষ স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য 4 থেকে 8 শতাংশের মধ্যে নামমাত্র সুদের হারে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ নিয়েছে। 2020-21 অর্থবছর শেষে ঋণের স্থিতি দাঁড়িয়েছে 7,876 কোটি টাকা, তথ্যে বলা হয়েছে।

যেহেতু এটি একটি বিশেষায়িত নন-শিডিউল ব্যাংক, তাই জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহের কোনো সুযোগ নেই। ব্যাঙ্ক শুধুমাত্র ভিডিএ সদস্য এবং তাদের পরিবারের কাছ থেকে আমানত সংগ্রহ করে। এই ধরনের আমানত 2020-21 অর্থবছরে 2,769 কোটি টাকা দাঁড়িয়েছে, এতে বলা হয়েছে।

এছাড়াও, ভিডিএ সদস্যরা সাধারণ সঞ্চয়, বিশেষ সঞ্চয়, সামাজিক নিরাপত্তা সঞ্চয়, ছাত্র সঞ্চয়, মেয়াদী আমানত এবং গ্রামীণ পেনশন প্রকল্প সহ PSB-এর বিভিন্ন সঞ্চয় পণ্যের সুবিধা নিতে পারে।

আর্থিক সহায়তা ছাড়াও, ব্যাংক ভিডিএ সদস্যদের হাঁস-মুরগি, মৎস্য, পশুসম্পদ, নার্সারি এবং কৃষিতে দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দিচ্ছে।

মূল কার্যক্রম হল ভিডিএ সদস্যদের দৈনিক সঞ্চয়কে উৎসাহিত করা এবং আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ ও এসএমই ঋণ প্রদান করা।

VDA এর বিশেষত্ব হল প্রতিটি সমিতিতে পুরুষ-মহিলা সদস্য অনুপাত 60-40 হতে হবে। এ পর্যন্ত প্রায় 120,000 সমিতি গঠিত হয়েছে।

ব্যাংকটিতে 11,000 এর বেশি কর্মচারী রয়েছে এবং সবাই মাঠ পর্যায়ে কাজ করছেন এবং কর্মকর্তার সংখ্যা খুবই কম। ঊর্ধ্বতন কর্মকর্তা সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন। তারপর একজন মহাব্যবস্থাপক এবং পরবর্তী পদটি ব্যবস্থাপনা পরিচালক। আতাউর রহমান বলেন, তার নিয়োগের পর থেকে প্রায় ১৮টি অডিট টিম গঠন করা হয়েছে এবং দলগুলো এ পর্যন্ত ৪৯০টি শাখার মধ্যে ২৩৭টি অডিট সম্পন্ন করেছে। বাকি চলছে।

তিনি বলেন, অডিটে যেসব অনিয়ম এসেছে সেগুলো সমাধানের চেষ্টা করছি।

তিনি বলেন, "প্রকল্পের কর্মচারীদের ধারণা ছিল না যে অর্থ সংগ্রহের পরপরই ব্যাংকে জমা দিতে হবে। ফলস্বরূপ, আমরা অডিটের সময় এমন বিপুল পরিমাণ অর্থ জমা না হওয়া অর্থ সংগ্রহ করেছি।"

বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব

বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব

 নতুন বাজেটেও সরকারি কর্মীদের বেতন-ভাতা বাবদ ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

২০১৪-১৫ অর্থবছরে বেতন-ভাতায় সরকারের ব্যয় ছিল ২৮ হাজার ৮২০ কোটি টাকা, চলতি বাজেটে সেটি বেড়ে দাঁড়ায় ৬৯ হাজার ১৪৬ কোটি টাকা। আগামী বাজেটে এই খাতে বরাদ্দ আরো বাড়িয়ে ৭৬ হাজার ৪১২ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। এই বৃদ্ধি ৮.৭২ শতাংশের বেশি।

আগামী ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটের আকার প্রস্তাব করা হচ্ছে ছয় লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা, যা মোট জিডিপির ১৫.৪ শতাংশ। কিন্তু চলতি অর্থবছরে বাজেটের আকার ছিল জিডিপির ১৭.৫ শতাংশ। এর মাধ্যমে সরকারের জিডিপির অংশ হিসেবে বাজেটের আকার ২ শতাংশ কমিয়ে আনতে চাচ্ছে। চলতি অর্থবছরের বাজেটের আকার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা।




তবে বাজেটের আকার কমলেও আগামী অর্থবছরে বাজেট ঘাটতি গিয়ে ঠেকতে পারে প্রায় আড়াই লাখ কোটি টাকায়। এটি জিডিপির ৫.৫ শতাংশ। রোববার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ’ কমিটির বৈঠকে আগামী অর্থবছরের বাজেটের আকার তুলে ধরেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্যসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্পদ কমিটির বৈঠকে অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার আগামী অর্থবছরের বাজেটের একটি রূপরেখা তুলে ধরেছেন। এই রূপরেখাকে সামনে রেখেই চূড়ান্ত বাজেট প্রস্তুত করা হবে। আগামী ৯ জুন জাতীয় সংসদে চূড়ান্ত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তবে ৯ জুনের আগ পর্যন্ত এই রূপরেখায় সংযোজন-বিয়োজনের সুযোগ আছে এবং প্রতিবছর তা হয়েও থাকে। এতে বাজেটের আকার কিছুটা বাড়তে বা কমতে পারে। চূড়ান্ত খসড়া তৈরি করে ৯ জুন বাজেট পেশের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।

আদিবাসী সমাজের বর্ষ বরণ উৎসব বৈসাবি আজ শুরু

আদিবাসী সমাজের বর্ষ বরণ উৎসব বৈসাবি আজ শুরু

 





বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধাণ ৩টি আদিবাসী সমাজের বর্ষ বরণ উৎসব। এটি তাদের প্রধাণ সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। এ উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈসুব, বৈসু বা বাইসু , মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত। বৈসাবী নামকরনও করা হয়েছে এই তিনটি উৎসবের প্রথম অক্ষর গুলো নিয়ে।



 বৈ শব্দটি ত্রিপুরাদের বৈসু থেকে, সা শব্দটি মারমাদের সাংগ্রাই থেকে এবং বি শব্দটি চাকমাদের বিজু থেকে। এই তিন শব্দের সম্মিলিত রূপ হলো 'বৈসাবি'।পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবি শুরু আজ মঙ্গলবার। বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে পাহাড়ি মানুষের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব এটি। পুরনো বছরের গ্লানি ভুলে, নতুন বছরকে রাঙিয়ে নিতে পাহাড়ের পাড়া-মহল্লায় তাই বাজছে মিলনের গান। তুরু তুরু তুরু রু বাজি বাজত্তে, পাড়ায় পাড়ায় বেরেবং বেক্কুন মিলিনে, এচ্যে বিজু, বিজু, বিজু... এই পাহাড়ি গানে মুখরিত খাগড়াছড়ি।খাগড়াছড়ি ও রাঙামাটিতে আজ চাকমাদের ফুল বিজুর মধ্য দিয়ে বৈসাবি উৎসবের সূচনা। ভোরে চাকমারা ফুল সংগ্রহ করে, সেই ফুল দিয়ে নদীতে উপগুপ্ত বুদ্ধের উদ্দেশে পূজা করবে। বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন মূলত বিজু উদযাপন করা হয়। নদীতে ফুল দিয়ে পূজা করাই বিজুর প্রধান আকর্ষণ। এ ছাড়া চৈত্রসংক্রান্তির দিন থেকে ত্রিপুরাদের বৈসু উৎসব। গরয়া নৃত্য হলো বৈসুর মূল আকর্ষণ। মারমাদের সাংগ্রাই উৎসব শুরু হয় বাংলা নববর্ষের দিন থেকে। মারমাদের জলকেলি (পানি) উৎসব সাংগ্রাইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক।শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইগ্রু চৌধুরী পৃথক বাণীতে খাগড়াছড়িবাসীর প্রতি বৈসাবির শুভেচ্ছা জানিয়েছেন।বৈসাবি উৎসব উপলক্ষে আজ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হবে।বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব প্রকৃতি রঞ্জন চাকমা এর উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি থাকবেন আঞ্চলিক পরিষদ সদস্য সৌখিন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, ঝর্ণা চাকমা এবং এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা।এ ছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচি। ১৬ এপ্রিল রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে শেষ হবে বৈসাবি।বাংলাদেশে বাংলা নববর্ষ বা ১লা বৈশাখই হচ্ছে একমাত্র অসাম্প্রদায়িক জাতীয় উৎসব। জাতি-ধর্ম-বর্ণ, ধনী-গরীব নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষ এইদিন প্রাণের উদ্দীপনায় স্বতঃস্ফূর্তভাবে আনন্দে মেতে উঠে নতুন বছরকে বরণ করে নিতে। পুরাতন বছরের সমস্ত জীর্ণতা ও ব্যর্থতাকে প্রাণের উচ্ছাসে ভাসিয়ে দিয়ে বাঙালী এইদিন নতুন বছরকে বরণ করে নেয় নতুন করে বাঁচার অঙ্গীকারে। দিন যতই যাচ্ছে বাঙালীর বর্ষবরণ ততই নতুন আঙ্গিকতায় প্রকাশ পাচ্ছে সর্বস্তরের মানুষের মাঝে। বাঙালীর এই চিরায়ত সংস্কৃতির মধ্যেও ভিন্নতা দেখা যায়। তার কারণ, বাংলাদেশে রয়েছে ধর্মভিত্তিক বিভিন্ন জাতি-গোষ্ঠীর বাস। এরা সবাই নিজস্ব ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছর ১লা বৈশাখ বা বাংলা নববর্ষ পালন করে থাকে। কিন্তু প্রাণের উচ্ছাস বা উদ্দীপনা সব ক্ষেত্রে এক, ভিন্নতা কেবল আনুষ্ঠানিকতায়।

ত্রিপুরা আধিবাসীদের বৈশাখ উৎসবের নাম বৈশুখ (Boisuk)

মারমাদের বৈশাখ উৎসবের নাম সাংগ্রাই (Sangrai) ও

চাকমাদের বৈশাখ উৎসবরে নাম বিজু (Biju or Bizu) ।

বৈসাবি উৎসবে রান্না হয় মূলত আদিবাসীদের প্রধান ও জনপ্রিয় খাবার 'গণত্মক বা পাচন', এ খাবার সবার ঘরে রান্না হয়। এর পাশাপাশি নানা ধরনের পিঠা, সেমাই, মুড়ি-চানাচুরসহ বিভিন্ন ধরনের ফলমূল ও ঠাণ্ডা পানীয়র আয়োজন করা হয়। মিশ্র শাকসবজি রান্না হয় মূলত ২৫ থেকে ৩০ ধরনের সবজির সংমিশ্রণে।অনন্য উপায়ে বর্ষবরণ করতে চাইলে ঘুরে আসতে হবে পার্বত্য চট্টগ্রাম। বৈসাবি উৎসব উপভোগ করার সুযোগ থাকবে আগামী বেশ কয়েকটি দিন। ঢাকা থেকে চট্টগ্রামগামী বাস বা ট্রেনে চড়ে যেতে হবে। ঢাকা থেকে চট্টগ্রাম বাস রুটে এসি চেয়ার কোচ এবং নন-এসি চেয়ার কোচ উভয়ই পাওয়া যায়। ট্রেনে চট্টগ্রাম যেতে চাইলে কমলাপুর অথবা বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর সোনার বাংলা, মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, সুবর্ণা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনে করে যাত্রা করতে পারেন।


অনন্য উপায়ে বর্ষবরণ করতে চাইলে ঘুরে আসতে হবে পার্বত্য চট্টগ্রাম। বৈসাবি উৎসব উপভোগ করার সুযোগ থাকবে আগামী বেশ কয়েকটি দিন। ঢাকা থেকে চট্টগ্রামগামী বাস বা ট্রেনে চড়ে যেতে হবে। ঢাকা থেকে চট্টগ্রাম বাস রুটে এসি চেয়ার কোচ এবং নন-এসি চেয়ার কোচ উভয়ই পাওয়া যায়। ট্রেনে চট্টগ্রাম যেতে চাইলে কমলাপুর অথবা বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর সোনার বাংলা, মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, সুবর্ণা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনে করে যাত্রা করতে পারেন।

হচ্ছে না জেএসসি-জেডিসি পরীক্ষা

হচ্ছে না জেএসসি-জেডিসি পরীক্ষা

 


চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা না হওয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,এ বছরের এসএসসি জুন মাসে হওয়ার কথা, এইচএসসি আগস্টে হওয়ার কথা। আমাদের কাছে এখনই মনে হচ্ছে জেএসসি-জেডিসি নেওয়াটা খুবই কষ্টকর হবে। কারণ বোর্ডগুলো এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন, ফলাফল প্রকাশসহ সবকিছু নিয়ে অনেক ব্যস্ত থাকবে।আরও এক থেকে দেড় মাস আমরা সময় নিতে চাই। তারপর সিদ্ধান্ত নেব। আমাদের যদি মনে হয়, কষ্ট হলেও পারব, সেক্ষেত্রে নিতে পারব। যদি না পারি শিক্ষার্থীদের তো মূল্যায়ন করতে হবে, সেক্ষেত্রে তারা বার্ষিক পরীক্ষা দেবে, যোগ করেন তিনি।

বান্ধবীর সামনেই প্রথম বলে বোল্ড রাহুল

বান্ধবীর সামনেই প্রথম বলে বোল্ড রাহুল

 


আইপিএলে লখনউ সুপার জায়েন্টসের হয়ে গলা ফাটাতে এসেছিলেন কে এল রাহুলের বান্ধবী আথিয়া এবং হবু শ্বশুর সুনীল শেট্টি তাঁদের সামনে প্রথম বলেই বোল্ড হয়ে যান রাহুল।মাঠে এসেছিলেন বান্ধবী আথিয়া এবং হবু শ্বশুর সুনীল শেট্টি। তাঁদের সামনেই প্রথম বলে বোল্ড হয়ে যান লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল।আইপিএলের ‘সুপার সানডে’-তে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছ’উইকেটে ১৬৫ রান তোলে রাজস্থান রয়্যালস।শেষমুহূর্তে বল সুইং করে। তা সামলাতে পারেননি রাহুল। লেগসাইডে খেলার চেষ্টা করলেও ব্যাট এবং প্যাডের মধ্যে দিয়ে স্টাম্পে আছড়ে পড়ে বল।রাহুল আউট হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা শুরু হয়।এক নেটিজেন বলেন, ‘আথিয়া এবং সুনীল শেট্টি – দু’জনেই রাহুলকে দেখতে এলেন।আর ভাই, শূন্য রানেই আউট হয়ে গেলেন।’একইসুরে অপর এক নেটিজেন লেখেন, ‘আথিয়া শেট্টির সামনে মান-মর্যাদা ডুবিয়ে দিলেন। শ্বশুর সুনীল শেট্টি নতুন জামাই খুঁজতে বেরিয়ে গিয়েছেন।’ অপর একজন ছবি পোস্ট করে লেখেন, ‘আথিয়াকে সুুনীল শেট্টি বলছেন, এই তোমার বয়ফ্রেন্ড?’